সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

হত্যা মামলায় মৃত্যুদন্ড

ফেনীতে নৈশপ্রহরী সফি উল্যাহ (৬০) হত্যা মামলায় সোহেল হাওলাদার নামে এক যুবককে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ আদেশ দেন। মামলার অপর আসামি রাব্বি, রনি ও সাকিবের বয়স কম হওয়ায় তাদের বিচার হবে শিশু আদালতে। সফি উল্যাহ ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। ২০১৯ সালের ২ মে ফেনী শহরের গাজীক্রস রোডের ভাড়া বাসা থেকে সফি উল্যাহর লাশ উদ্ধার করে পুলিশ। -ফেনী প্রতিনিধি

শীতবস্ত্র বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সহস্রাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেছে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন। ওই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল এলাকায় গতকাল রবিবার দিনভর সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মামলা প্রত্যাহার দাবি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিকরা। গতকাল নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা এই দাবি জানান।

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

গাঁজাসহ গ্রেফতার ২

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর সদর থানার পূর্ব শ্রীরামদী গ্রামের জাহাংগীর হোসাইনের ছেলে সাগর হোসাইন ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের সুদন দাশের ছেলে কানাই দাশ।

-গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর