সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আগুন পোহাতে গিয়ে এক মাসে চার নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগুন পোহাতে গিয়ে এক মাসে চার নারীর মৃত্যু

রংপুরে শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে নয় মাসের এক গর্ভবতী গৃহবধূ। শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নেওয়ার সময় অগ্নিদগ্ধ হয় রংপুরের পীরগাছার মুন্নি (২২) নামে ওই গৃহবধূকে গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর তিনি মারা যান। তার দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শীত থেকে রক্ষা পেতে দগ্ধ হয়ে হাসপাতালে এ পর্যন্ত চারজন মারা গেছেন। তারা সবাই নারী। চিকিৎসাধীন রয়েছে আরও ১৫ নারী ও শিশু। রংপুর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, চলমান  শৈত্যপ্রবাহ ও শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার নারী ও শিশু। বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২৫ জন রোগীর মধ্যে ১৫ জনই শীত থেকে বাঁচতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। এদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আবদুল হামিদ পলাশ জানান, গতকাল সকালে মারা যাওয়া গৃহবধূ নয় মাসের গর্ভবতী ছিলেন। এ ছাড়া শীতের কারণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার মৃত্যু ও দগ্ধ রোগী ভর্তির হার কম।

সর্বশেষ খবর