সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পঞ্চগড়ে শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল শিশুরা

পঞ্চগড় প্রতিনিধি

কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমবায়ুর প্রভাবে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। অতি জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। শহর আর হাটবাজারে কমেছে লোক সমাগম। গভীর সংকটে পড়েছে নিম্নআয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে এ অঞ্চলের ছিন্নমূল শিশুরা প্রচ- ঠান্ডায় কষ্টে দিন কাটাচ্ছে।

সরকারি বেসরকারিভাবে পাওয়া কম্বল রাতে ব্যবহার করা গেলেও সারা দিন শীত নিবারণের জন্য কাপড় নেই তাদের। অনেকে দিনের পর দিন এক কাপড়ই পড়ছে। পরিবারের উপার্জনও কমে যাওয়ায় ইচ্ছা থাকলেও শিশুদের চাহিদা মেটাতে পারছে না অভিভাবকরা। বিশিষ্টজনেরা বলছেন, মাত্রাতিরিক্ত শীতে শিশুরা কষ্টে আছে।

তাদের খবর কেউ রাখে না। অবহেলিত শিশুদের হাতে শীতবস্ত্র পৌঁছানো জরুরি হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এ জেলায় গতকাল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ খবর