মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনপ্রিয় হয়ে উঠছে ছাদ কৃষি

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

জনপ্রিয় হয়ে উঠছে ছাদ কৃষি

আখাউড়া উপজেলা একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ভবন মালিক ও ভাড়াটিয়া মিলেমিশে ছাদে গড়ে তুলেছেন সবুজ ছাদ বাগান। ছাদ কৃষিতে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে তারা ছাদে আম, পেয়ারা, লেবু, মাল্টা, বেগুন, মরিচ, পেঁপেসহ নানা জাতের ফল, ফুল আর সবজির আবাদ করছেন। দিন দিন বাড়ছে এ আবাদ। বছরজুড়ে ছাদে এসব আবাদ করে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাচ্ছেন তারা। কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, বাড়ির ছাদে এ বাগান শুধু শখের বিষয় নয়। পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে। ছাদ কৃষিতে বাগানের মাধ্যমে গ্রিনহাউস প্রতিক্রিয়ার কবল থেকে রক্ষা পাওয়া যায়। পরিবেশ দূষণমুক্ত থাকে। বায়োডাইভারসিটি সংরক্ষণ করা যায়। এ ছাড়া তাজা শাকসবজি ও ফলমূলের চাহিদাও মেটায়। এসব কারণে বাড়ির ছাদে বাগান বেশ জনপ্রিয়তা পেয়েছে। পরিকল্পিতভাবে বাড়ির ছাদে বাগান করা হলে এটি প্রতিটি পরিবারের সবজি ও ফলমূলের চাহিদা মিটিয়ে ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে জানায়। পৌর শহরের রাধানগর, দেবগ্রাম. তারাগন, মসজিদপাড়া মালদারপাড়া, খড়মপুরসহ বেশ কয়েকটি এলাকায় বাগান ঘুরে দেখা যায়, দেশি, চায়না দার্জিলিংয়ের কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল আম, জলপাই, ডালিম, আনার, তেজপাতা, বাউকুল, আপেলকুল লেবু, আমড়া পুঁইশাক, লাউ, ঢেঁড়স, টমেটো, বেগুন, বরবটি, করলা গোলাপ, গেন্দা, ক্যাকটাসসহ বিভিন্ন রকমের বৃক্ষ ছাদে ছাদে শোভা পাচ্ছে। এসব নিয়ে মালিক ও ভাড়াটিয়া ব্যস্ত সময় পার করছেন। সবজি আর ফলমূলে তাদের বাড়ির ছাদ যেন ঢাকা পড়ে সবুজ শ্যামলে পরিণত হয়ে আছে। নিচ থেকে বোঝা যায় এটি যেন জমির মধ্যে সবজি আবাদ করা হয়েছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা  পরিকল্পিতভাবে বিভিন্ন খালি ড্রাম ও প্লাস্টিকের বড় কৌটা সিমেন্টের স্থায়ী টব তৈরি করে ছাদ কৃষি করছেন। উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিনগর গ্রামের আনোয়ার হোসেন বলেন পরিবারের লোকদের সহযোগিতায় তিনি বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছাদ বাগান। নির্মিত ভবনের ছাদজুড়ে আবাদ করেছেন আম, পেয়ারা, লেবু, মাল্টা, বেগুন, মরিচ, পেঁপেসহ নানা জাতের ফল ও ফুল বাগান। শুরুতে সংশয়ে পড়লেও  ফলন ভালো হওয়ায় সংশয় কেটে যায়। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, এ উপজেলায় ছাদ কৃষি নতুন আবাদ শুরু হয়েছে। জমির পাশাপাশি লোকজনকে ছাদে ফল ও সবজি আবাদ শুরু করছেন। ছাদ বাগান থেকে উৎপাদিত স্বাস্থ্যসম্মত খাদ্য শরীরের জন্য যেমন নিরাপদ একইভাবে তা অনুকূল পরিবেশ ও আবাসন স্থানকে দূষণমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ছাদ কৃষি মানুষের মাঝে সাড়া জাগিয়ে তুলতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর