মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন হয়েছে

রাঙামাটি প্রতিনিধি

সরকারের আন্তরিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে মামুনুর রশিদ। তিনি বলেন, পাহাড়ের শিক্ষার্থীরা এখন পড়ালেখায় অনেক উন্নত। অনেকে ঘরে বসে উচ্চশিক্ষা লাভ করতে পারছে। সরকার রাঙামটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দিয়েছে। অন্যান্য জেলার তুলনায় পার্বত্য অঞ্চল কোনো অংশেই পিছিয়ে নেই। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা প্রমুখ। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্কুল পর্যায়ে ১৬টি এবং কলেজ পর্যায়ে ৫টি সদর জেলা উপজেলার ২১টি স্টল অংশগ্রহণ করে।

সর্বশেষ খবর