মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বদলে গেছে খানসামা থানা চত্বরের চিত্র

দিনাজপুর প্রতিনিধি

বদলে গেছে খানসামা থানা চত্বরের চিত্র

দিনাজপুরের খানসামা থানার প্রধান গেট দিয়ে প্রবেশের সময় চোখে পড়ে বাহারি ফুল। একটু ভিতরে যেতেই নতুন রাস্তার পাশে পুলিশ সদস্যদের খেলার জন্য তৈরি আধুনিক মানের ব্যাডমিন্টন কোর্ট। থানার মূল ভবনের পেছনে পরিত্যক্ত প্রায় ১০০ শতাংশ জমি চাষাবাদের উপযোগী করা হয়েছে। সেখানে চাষ হচ্ছে বিভিন্ন সবজি। আছে বিভিন্ন জাতের ফলের বাগান। এলাকার অনেকেই অবসরে এখন ঘুরতে আসেন থানা চত্বরে।

জানা যায়, আগের তুলনায় এ থানায় সেবার মানও বেড়েছে। থানা এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন গড়তে এবং সহজে মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ওসি শেখ কামাল হোসেন। সরেজমিন গিয়ে দেখা যায়, পরিত্যক্ত জমির সবজিবাগানে বেগুন, বরবটি, শসা, ঝিঙ্গা, মিষ্টিকুমড়া, চালকুমড়া, ঢেঁড়স, পেঁপে, লাল শাক, ডাঁটা, কলমি শাক, কচু, হলুদ, আদা, লেবু, পুদিনাসহ প্রায় ৩০ রকম সবজি চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। ওসি শেখ কামাল হোসেন বলেন, ‘কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালোলাগা থেকে কাজগুলো করেছি।’

সর্বশেষ খবর