মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বক্সের তালা ভেঙে প্রকাশ্যে ৪৫ লাখ টাকার দরপত্র ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্রের কার্যালয়ে গতকাল সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উলিপুর থানায় জিডি হয়েছে। দরপত্র কার্যক্রম স্থগিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। হাসপাতালসূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রী কেনায় দরপত্র আহ্বান করা হয়। গতকাল দুপুর ১২টায় ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। এ দিন সকাল ৯টায় কর্মচারীদের উপস্থিতিতে একদল দুর্বৃত্ত টেন্ডার দেওয়ার কথা বলে ঢুকে পড়ে। তারা সবাইকে জিম্মি করে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত টেন্ডার বক্সের তালা ভেঙে দাখিল করা দরপত্র নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত সাত-আট জনকে আসামি করে দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার পরকল্পনা কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি বলেন, ‘ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও থানাকে পদক্ষেপ নিতে বলেছি।

দরপত্র স্থগিত করা হয়েছে।’ উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, আসামিদের গ্রেফতার ও দরপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর