মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে রোদের দেখা জনমনে স্বস্তি

পঞ্চগড় প্রতিনিধি

ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। রাতে শীতের ঘনত্ব থাকলেও দিনে সূর্যের দেখা মেলায় শীত তেমন কাবু করতে পারেনি এ জেলার মানুষকে। জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, পঞ্চগড়ে গতকাল বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করেছে। গত সপ্তাহ ধরে এ জনপদে কুয়াশার ঘনত্ব বাড়ার পাশাপাশি যুক্ত হওয়া শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা বেড়েছে।

 কয়েকগুণ।

প্রায় এক সপ্তাহ পর রোদে ঝলমল করছে প্রকৃতি ও পরিবেশ। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। কাজে ফিরছে সাধারণ মানুষ। তবে সকাল ও রাতে তীব্র শীত অনুভূত হয়েছে।

সর্বশেষ খবর