মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলায় গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

নির্বাচনে বিজয়ী হওয়ার পরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের ছুরিকাঘাতে সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে তরিকুল ইসলামের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২ নামীয়সহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলাটি করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ রাতেই স্বপন নামে এক আসামিকে গ্রেফতার করেছে। সদর থানার ওসি জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ পৌরসভায় শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তরিকুল ইসলাম খান বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর তার সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদত হোসেন ও তার সমর্থকরা তরিকুলের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর