বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ধামরাইয়ে যেন মৃত্যুফাঁদ ঢাকা-আরিচা মহাসড়ক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে যেন মৃত্যুফাঁদ ঢাকা-আরিচা মহাসড়ক

মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক। এই মহাসড়কে দিন দিন দুর্ঘটনা বাড়ার কারণে  মারা যাচ্ছে মানুষ। বিশেষ করে এই মৃত্যুর হার বেশি নবীনগর থেকে ধামরাই পর্যন্ত। সপ্তাহের এমন কোনো দিন নেই দুর্ঘটনা ছাড়াই দিন পার হচ্ছে। চলতি বছরের শুরুতেই মোটরসাইকেলসহ কয়েকটি বাস ট্রাকে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন শিক্ষক, মেডিকেল ছাত্রসহ কয়েকজন। জানা গেছে, ব্যস্ততম সড়ক হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কটি সবার পরিচিত। কিন্তু ঢাকার অতি কাছে থাকলেও ধামরাইয়ের মহাসড়কটি তেমন উন্নয়ন হয়নি। কারণ এই মহাসড়কটি এখনো দুই লেনের। বর্তমান সড়কটি  লেন বাড়ানোর কাজ শুরু করলে  খোঁড়াখুঁড়ি শুরু হয়। এতে সড়ক দুর্ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে। আর এ সময়ে ধামরাইয়ে প্রায় দুই শতাধিক ইটভাটা চলমান থাকায় মহাসড়কসহ ধামরাইয়ের সংযোগ সড়কটিতেও ভাটার মাটি আনা-নেয়ার ট্রাক বেপোরোয়া চলাচল ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। ধামরাইয়ে গত ১৭ জানুয়ারি ঢুলিভিটায় রাস্তা পারাপারের সময় বিল্লাহ হোসেন নামে এক বৃদ্ধা মারা যান। এর আগে গত ১৫ জানুয়ারি ভোলানাথ হাই স্কুলের শিক্ষক আরিফুজ্জামান বাস চাপায় মারা যান। ১২ জানুয়ারি শ্রীরাম স্ট্যান্ডে মোটরসাইকেল আরোহী মেডিকেলের ছাত্র সাকিবুল হাসান শাওনকে ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মারা যান  তিনি। পরের দিন শোলধন গ্রামের মেহেদি মারা যায় চৌহাট এলাকায় অটো সিএনজির নিচে পড়ে। এভাবেই সড়কে  প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। দিন দিন সড়কের লাশের সারি দীর্ঘ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সরকার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে লেন বাড়ানোর কাজ শুরু করলেও তা হচ্ছে ধীরগতিতে। রাস্তার পাড়  খোঁড়াখুঁড়ির কারণে দুই পাশে সড়কে চলাচলরত গাড়ি জ্যামে পড়ে যায়। আর এ সময় মোটরসাইকেল চালকরা কৌশলে ওভারটেকিং করতে গিয়ে বিপরীতমুখী গাড়ির দুঘর্টনার শিকার হন। তাই দ্রুত সড়কের লেন বাড়ানোর কাজ করার দাবি তাদের।

সর্বশেষ খবর