বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশের সব নদী দখলমুক্ত করা হবে : নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বরিশালের কীর্তনখোলাসহ দেশের সব নদী অবৈধ দখলমুক্ত করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে উচ্ছেদ অভিযান চলছে। পর্যায়ক্রমে সারা দেশে নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। সারা দেশে বিভিন্ন নদীর ৬০ হাজার অবৈধ দখলদার রয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যে ২০ হাজার দখলদার উচ্ছেদ করা হয়েছে। বরিশাল সার্কিট হাউসে ‘বরিশাল বিভাগের নদীসমূহের নাব্য বৃদ্ধি, জলাবদ্ধতা হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার, সেচ ও ল্যান্ডিং সুবিধা বৃদ্ধি করে নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক সমীক্ষার ওপর কর্মশালায় গতকাল প্রধান অতিথির বক্তৃতা শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। দেশের মূল উন্নয়নে সংযুক্ত হতে নৌপথের বিকল্প নেই। নৌপরিবহন সচল রাখতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ৩১টি গুরুত্বপূর্ণ নৌরুট চিহ্নিত করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ।

সর্বশেষ খবর