বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

সব প্রতিষ্ঠানে বুক সেলফ রাখার দাবি

এসো বই পড়ি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি-এই স্লোগান সামনে রেখে নরসিংদীতে ‘বই পড়া আন্দোলন বাংলাদেশ’র ব্যানারে মানববন্ধন হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের সামনে গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক লোক অংশ নেন।

-নরসিংদী প্রতিনিধি

ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপির অভিযোগে রাজবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গতকাল রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন। -রাজবাড়ী প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ইজি বাইক চালক নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। মানিকগঞ্জ-সিংগাইর সড়কের কিটিংচর এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহ আলমের বাড়ি  সিংগাইর  উপজেলার আংকারা  গ্রামে। পুলিশ জানায়, মানিকগঞ্জ-সিংগাইর সড়কের কিটিংচর নামক স্থানে সোমবার সকালে বাস-ইজিবাইক সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক শাহ আলম নিহত হন। আহত হন ১৫ জন। গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। -মানিকগঞ্জ প্রতিনিধি

পৌর মেয়রের কর্মচারীকে হাতুড়িপেটা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের অফিসের কর্মচারী বাদলকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে গতকাল ঘটে এ ঘটনা। আহত বাদল রূপগঞ্জে শিমুলিয়া গ্রামের আব্দুর রহমান কোকনের ছেলে। সূত্র জানায়, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সঙ্গে মেয়র রফিকুল ইসলাম রফিকের দ্বন্দ্ব চলছে। ওই দ্বন্দ্বের জেরে কলির লোকজন সেমাবার দুপুরে কাঞ্চন বাজার বাদলের ওপর হামলা চালায়।

-রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর