শিরোনাম
বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘মুই বাড়ি পায়া খুব খুশি হইছু বাহে’

দিনাজপুর প্রতিনিধি

‘মুই বাড়ি পায়া খুব খুশি হইছু বাহে’

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ‘মাথা গোঁজার ঠাঁই’ হিসেবে পাকা বাড়ি পাচ্ছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। পরিবারগুলো স্বপ্নের ঘরের চাবি পাওয়ার আশায় দিন গুনছেন। চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের ভূমিহীন খুকিবালা রায় জরাজীর্ণ টিনের চালার বাড়ির সামনে রোদ পোহাচ্ছেন। বিয়ের কয়েক বছর পর তার স্বামী মারা যান। সন্তানরা আলাদা থাকায় অন্যের বাড়িতে কাজ করে জীবনযাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন পাকা বাড়ি ও জমি পাচ্ছেন-এ খবর শুনে খুশিতে কেঁদে ফেলেন। খুকিবালা বলেন, ‘মুই বাড়ি পায়া খুবই খুশি হইছু বাহে। স্বপনেও ভাবো নাই কোনোদিন ইটের বাড়ি পাইম। প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করোছো।’ একই ইউনিয়নের গোন্দল গ্রামের ৫৮ বছর বয়সী মাইনো বাসরা বলেন, ‘মুই বুড়া (পুরাতন) টিন আর সিনডার (পাটখড়ি) চাটি (বেড়া) দিয়া ঝুঁপড়ি ঘর করি আছুনু। বাইরোত ভাত আন্দি (রান্না) খাছো। মাসখানেক আগত ইউএনও মোর বাড়িত আসি ছবি তুলি নিছে আর কয়া গেইছে মোক নাকি শেখের বেটি বাড়ি দ্যাছে।

এ্যালা নয়া ঘর তৈরি হইছে। ভগবান শেখের বেটির ভাল করুক।’ তাদের মতো উপজেলার ২১৫ গৃহহীন পরিবার ঘর পাওয়ার খবরে উচ্ছ্বসিত। চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান, উপজেলায় তিন কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকায় এ ঘর নির্মিত হচ্ছে। কাজ শেষের পথে। চিরিরবন্দরের ইউএনও আয়েশা সিদ্দীকা জানান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। ২৩ জানুয়ারি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একযোগে দেশব্যাপী ঘর উদ্বোধন করবেন।

সর্বশেষ খবর