শিরোনাম
বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে কুড়িগ্রাম জেলা জজ আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এ রায় প্রদান করেন। এ মামলার সরকার পক্ষের আইনজীবী অ্যাড. আব্রাহাম লিংকন পিপি জানান, বিগত ২০০৫ সালে মামলা হয়। ১৩ বছর পর রায় হলো গতকাল। তিনি জানান, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুল মিয়ার (২৫) এর সঙ্গে শাহিনা বেগম (২০) এর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় তার স্ত্রী শাহিনার সঙ্গে প্রায়ই বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

পরে আত্মহত্যা বলে প্রচার করেন। এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবি নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বকুলকে মৃত্যুদন্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করেন।

সর্বশেষ খবর