বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেহাল ২০ কিলোমিটার সড়ক

সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী

বেহাল ২০ কিলোমিটার সড়ক

পটুয়াখালী জেলা সদরের সঙ্গে সাত ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক সদর উপজেলা হেড কোয়ার্টার থেকে আয়লা জিসি পর্যন্ত। ২৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ২০ কিলোমিটারই এখন বেহাল। কার্পেটিং উঠে খোয়া আর মাটি মিশে একাকার হয়ে গেছে। সড়কজুড়ে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। সড়কটি দিয়ে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। লক্ষাধিক মানুষের চলাচলের মাধ্যম এই সড়কটির সংস্কার স্থানীয়দের প্রাণের দাবি। পটুয়াখালী এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে ‘পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন-১৬’ প্রকল্পের আওতায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে ‘পটুয়াখালী সদর উপজেলা হেড কোয়ার্টার থেকে আয়লা জিসি, বোতলবুনিয়া জিসি, খাটাসিয়া জিসি’ সড়ক নামে ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ করে এলজিইডি। সড়কটি নির্মাণের ফলে জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন ইউনিয়নগুলোর সরাসরি সংযোগ স্থাপিত হয়। এছাড়া পাশর্^বর্তী জেলা বরগুনা সদর ও বেতাগী উপজেলার মানুষের একটি খেয়া পারাপার হয়ে পটুয়াখালী জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজতর হয় এই সড়ক দিয়ে। নির্মাণের দুই দশকেও সংস্কার হয়নি সড়কটি। সংস্কারের অভাবে কার্পেট উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে। খানাখন্দের শেষ নেই। কাজিরহাট থেকে বাঁশতলা পর্যন্ত পড়েছে নদীভাঙনের কবলে। একদিকে ভাঙন অন্যদিকে ক্ষতবিক্ষত সড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে যানচলাচল করায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। হাজীখালি এলাকার বৃদ্ধ আলী হোসেন বলেন, শুনেছি রাস্তাটির টেন্ডার হয়েছে কিন্তু কাজ হচ্ছে না। বাড়ি থেকে হেঁটে জেলা সদরে আসতে হয় কারণ কোনো রিকশা-গাড়ি পাওয়া যায় না। দুই-একটা রিকশা-অটো চলাচল করলেও উঠাতে চায় না কাছের যাত্রী। বোতলবুনিয়া এলাকার আবু তালেব বলেন, ‘এক যুগ হয়ে গেছে বহুবার শুনেছি এই রাস্তার কাজ হইবে। যখন কাজ শুরু হইবে তখন বুঝব যে, রাস্তাটি ভালো হইবে।’ ছোট বিঘাই ইউনিয়নের কাজিরহাট সেতু এলাকার ব্যবসায়ীরা জানান, সড়কের এখন যে অবস্থা তাতে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া কাজিরহাট ব্রিজের দক্ষিণদিকে এক কিলোমিটার সড়ক নদীগর্ভে চলে যাচ্ছে। পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ওই সড়কে মানুষের দুর্ভোগ লাঘবে আমরা আপ্রাণ চেষ্টা করছি। ২৫ কিলোমিটার সড়ক উন্নয়নে তিন অংশে ইতিমধ্যে ১২ কিলোমিটারের দরপত্র আহ্বান করা হয়েছে। উন্নয়ন কাজ শেষে এ অঞ্চলের মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর