বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভাঙ্গায় বাস উল্টে নিহত ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও ২৫ জন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন চুয়াডাঙ্গার আবদুর রশিদ মোল্লা (৫৭) ও জাহানারা বেগম। দুর্ঘটনায় গুরুতর আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নিজামউদ্দিন।

মহাসড়কে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি : নিজস্ব প্রতিবেদক- রাজশাহী জানান, রাজশাহীতে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কে উল্টে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি পিকআপ গাড়ি। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও চারজন। এছাড়া মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন। গতকাল সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পালপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের গাড়িটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে পুঠিয়া উপজেলার বেলপুকুর যাচ্ছিল।

সর্বশেষ খবর