বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাড়ি পাচ্ছেন ১৪২ গৃহহীন

সরকার হায়দার, পঞ্চগড়

বাড়ি পাচ্ছেন ১৪২ গৃহহীন

তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর কাশিমগঞ্জ গ্রামের অবস্থান। এই গ্রামে গৃহহীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে ১৪২ পাকা বাড়ি। সবুজের সমারোহে গড়ে উঠেছে গৃহহীনদের এই পল্লী। যারা এখানে বাড়ি পাচ্ছেন তাদের স্বপ্ন ছুঁয়েছে নীল আকাশ। এভাবেই দৃষ্টিনন্দন বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠিত করা হয়েছে উত্তরের পর্যটন এলাকা তেঁতুলিয়ায়। গুচ্ছগ্রামটির নাম করণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক নগর গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রামে যাতায়াতের জন্য নির্মিত হচ্ছে পাকা সড়ক। সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরণি। সংযুক্ত করা হয়েছে সোলার প্যানেল। দেওয়া হয়েছে বিদ্যুত সংযোগ। নিরাপদ পানির জন্য বসানো হয়েছে টিউবওয়েল। এই গুচ্ছগ্রামের শিশুদের মনন বিকাশে প্রতিষ্ঠা করা হয়েছে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংঘ। বুড়াবুড়ি এলাকার ডাহুক নদীর অপার সৌন্দর্যের  ভিতরে গড়ে উঠেছে আরেকটি গুচ্ছগ্রাম। স্থানীয়রা বলছেন নিজের এবার বাড়ি, নিজের ঘরে ঘুমানোর স্বপ্ন পূরণ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক জানান, বঙ্গবন্ধুর দেখানো যে স্বপ্নে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। গুচ্ছগ্রামের ফারুক হোসেন জানান, নদীর পাড়ে বাড়ি পেয়েছি। আশেপাশে অনেক গাছ গাছালি। শিশুদের খেলাধুলার মাঠও রয়েছে। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাড়ির স্বপ্ন দেখেছিলাম। সত্যি সত্যি এমন বাড়ি পেয়ে যাব ভাবতেই পারিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর