বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাগরে ছবি তুলতে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

সাগরে গোসল করতে নেমে ছবি তোলার জন্য ঢেউয়ে ঝাঁপ দিয়ে তলিয়ে যান বাবলু নামে এক পর্যটক। কিছুক্ষণ পর তার লাশ উদ্ধার করেন সঙ্গে থাকা লোকজন। কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সাগরে গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবলু (৩২) ঝিনাইদহের গোবিন্দপুরের মোসলেম মিয়ার ছেলে। পুলিশ জানায়, বনভোজনের উদ্দেশে ঝিনাইদহ থেকে বুধবার সকালে ৫০ জনের একটি দল কুয়াকাটায় পৌঁছায়। ওই দলে ছিলেন বাবলু ও তার ছেলে মাহিম (১৩)। কুয়াকাটায় পৌঁছার পর সবার সঙ্গে ছেলেকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামেন বাবলু।

এ সময় ফটোগ্রাফার ছবি তুলছিলেন। একপর্যায়ে বাবলু বড় ঢেউ আছড়ে পরতে দেখে ঢেউয়ের সঙ্গে ছবি তোলার জন্য ঝাঁপ দিয়ে ডুবে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর