শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রিয়াদুল পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, এলজিএসপির ২০১৯-২০ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বগী মাদরাসা থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা সলিংকরণের বরাদ্দ পান রিয়াদুল। যার মেয়াদ শেষ হলেও কাজ শুরু করতে পারেননি তিনি। অথচ সেই রাস্তার পুরাতন ইট গত ১৮ ডিসেম্বর আত্মসাতের উদ্দেশ্যে তুলে নিয়ে যান তিনি। এ ছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে বগী মল্লিকের বাড়ি থেকে মান্নান খলিফার বাড়ি পর্যন্ত ইটসলিং রাস্তার প্রায় ২০০ ফুট বাকি রেখে পুরাতন ও নিজ বাড়িতে তৈরি করা নিম্নমানের ইট ব্যবহার করে কোনো মতে কাজ শেষ করেন রিয়াদুল।

 সরকারি আবাসন প্রকল্প নিয়েও নয়-ছয়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ইউপি সদস্য রিয়াদুল বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাটি ভেঙে যায়। তাই সেখানকার ইট নিয়ে অন্য রাস্তা রিপিয়ারিং করা হয়েছে। এ ছাড়া কোনো রাস্তার বাজেট আমি পাইনি। সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। শরণখোলার ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, ইউপি সদস্য রিয়াদুলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর