শিরোনাম
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিবচরে পথচারী বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্স উল্টে দুজনের মৃত্যু

বিভিন্ন স্থানে আরও তিনজন

প্রতিদিন ডেস্ক

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ছাড়া পৃথক দুর্ঘটনায় খুলনা, গাজীপুর ও কিশোরগঞ্জে কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুর : বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স দুপুরে শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হন। খুলনা : ডুমুরিয়া উপজেলায় বাস চাপায় জাহিদ খান (২৪) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকালে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে কয়েকজন যাত্রী আহত হন। গাজীপুর : গতকাল দুপুরে বাঁশতলী-কালিয়াকৈর সড়কে অটোরিকশার ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কিশোরগঞ্জ : ঘন কুয়াশায় কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির মুখমন্ডল থেঁতলে গেছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

সর্বশেষ খবর