রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পোকায় নষ্ট বোরো বীজতলা

মৌলভীবাজার প্রতিনিধি

পোকায় নষ্ট বোরো  বীজতলা

মৌলভীবাজারে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত বীজতলা -বাংলাদেশ প্রতিদিন

মৌলভীবাজারে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও মিলছে না সমাধান। এতে বিভিন্ন উপজেলার হাওর-তীরবর্তী কৃষকরা জমি চাষাবাদে পিছিয়ে পড়েছেন। সময়মতো চারা রোপণ করতে না পারায় এই মৌসুম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এ ছাড়া জমিতে দেরিতে চারা রোপণ করায় ধান পাকবেও দেরিতে। ফলে ধান ঘরে তোলা নিয়েও দুশ্চিন্তায় কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর মৌলভীবাজারে ৫৪ হাজার ৩৩৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর জন্য বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০০ হেক্টর। এর মধ্যে তৈরি করা হয়েছে ৩ হাজার ১৫০ হেক্টর। জানা যায়, জেলার হাকালুকি, কাউয়াদীঘিসহ বিভিন্ন হাওর এলাকার কৃষক বোরো আবাদের জন্য তৈরি করেছেন বীজতলা। চারা গজানোর পর বাদামি গাছফড়িং পোকায় আক্রান্ত হয়ে সাদা ও লালচে রং ধারণ করেছে। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা সাহেদুল ইসলাম বলেন, আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা। আর জেলায় পর্যাপ্ত বীজ মজুদ আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, মৌসুমের শুরুতে ঘন কুয়াশার কারণে বীজতলা কিছুটা নষ্ট হয়। বিভিন্ন হাওরে গিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর