রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেখ হাসিনা হতদরিদ্র মানুষের কল্যাণের নেত্রী : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র মানুষের কল্যাণের নেত্রী। তারই ফলে আজ (শনিবার) সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৯ হাজার ৯৪টি পরিবারের মধ্যে জমিসহ আধা পাকা ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীর কারণেই পদ্ম সেতুর মতো উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দেশ বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনও নাছির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আবুল খায়ের দুলাল, নুরুল ইসলাম, জলি আক্তার প্রমুখ। পরে তিনি বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নের ৬৪ পরিবারের মধ্যে ভূমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করেন।

সর্বশেষ খবর