রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আমিনপুরকে উপজেলা ঘোষণার দাবি

পাবনা প্রতিনিধি

পাবনার আমিনপুর থানাকে উপজেলা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। তাদের মতে আমিনপুরকে উপজেলায় উন্নীত করার সব সুযোগ-সুবিধা এখানে রয়েছে। জানা গেছে, আটটি ইউনিয়ন নিয়ে ২০১২ সালে বেড়া উপজেলার অধীনে আমিনপুর থানা গঠিত হয়। জনসংখ্যা ৫ লাখের বেশি। আমিনপুরে ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে। রাস্তাঘাটসহ অবকাঠামোর উন্নয়ন হয়েছে। ঢালারচর পর্যন্ত হয়েছে রেললাইন। কাশিনাথপুর হাট এ অঞ্চলের বাণিজ্যিক এলাকা হিসেবে সুপরিচিত। হয়েছে নতুন নতুন স্কুল-কলেজ ও হাসপাতাল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আমিনপুর থানায় রয়েছে মুজিব বাঁধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাঁধ উদ্বোধন করেছিলেন। আমিনপুর থানা থেকে বেড়া উপজেলা সদরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। এ অবস্থায় স্থানীয়রা আমিনপুরকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সর্বশেষ খবর