শিরোনাম
রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়ক

নওগাঁ প্রতিনিধি

খানাখন্দে ভরা সড়ক

সংস্কারের অভাবে মহাদেবপুর-শিবগঞ্জ সড়কের বেহালদশা -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর মহাদেবপুরে বছরের পর বছর সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে মহাদেবপুর-শিবগঞ্জ সড়ক। কার্পেটিং, ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। সড়কটি দিয়ে উপজেলার উত্তরগ্রাম, সফাপুর ও সদর ইউনিয়ন এবং মান্দার গনেশপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। হেঁটে চলাচলেরও অযোগ্য এ সড়ক দিয়ে ঝুঁঁকি নিয়ে চলছে যানবাহন। ২০০১ সালের দিকে সড়কটি পাকাকরণ করা হয়। এরপর একবার সংস্কার হয়েছে। সংস্কারের কয়েক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পড়ে সড়কটি। এখন দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা ছিল। ইজিবাইক চালক লোকমান আলী বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায় না। তাছাড়া ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সড়কটির পাশের দোহালী গ্রামের বাসিন্দা ওমল চন্দ্র বলেন, দুটি বড় হাট-বাজার মহাদেবপুর ও শিবগঞ্জ বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি।  নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর