রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঘরহীনদের ঘর পেলেন সাবেক এমপি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর পেয়েছেন দুবারের সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল তাকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল।

জানা যায়, এনামুল হক জজ মিয়া জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন। ১৯৮৩ ও ১৯৮৬ সালে গফরগাঁও আসন থেকে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য হন তিনি। তার প্রথম স্ত্রী নাজু এক মেয়ে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা ঢাকার পুরানা পল্টন ও মিরপুরে দুই সন্তান নিয়ে দুটি বাড়িতে থাকেন। সহায়সম্পদ সব এ দুই স্ত্রী ও সন্তানদের নামে লিখে দিয়েছিলেন এনামুল হক। সবশেষ সম্বল গফরগাঁও পৌর শহরের ১২ শতাংশ জমি মসজিদে দান করে ঘরহীন হন। এরপর তিনি তৃতীয় স্ত্রীর সঙ্গে পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন।

সর্বশেষ খবর