মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

একই ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাইয়ের লড়াই

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

একই ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাইয়ের লড়াই

তৃতীয় ধাপে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে শীত আর করোনাকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।  পোস্টার, মাইকিং, পথসভা, গণসংযোগসহ চলছে ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা। কিন্তু সবার দৃষ্টি কেড়েছে একই ওয়ার্ডে আপন দুই ভাইয়ের কাউন্সিলর পদে নির্বাচনী লড়াই। এ পৌরসভার ৫ নম্বর ওয়ার্র্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাইসহ মোট পাঁচজন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আপন দুই ভাই মো. জয়নাল আবেদীন জুয়েল (ব্রিজ) ও মো. সোহেল রানা (ডালিম) মার্কায়  পেয়েছেন। তবে দুই ভাইয়ের নির্বাচনী লড়াইয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের মাঝে। নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দুই ভাই। প্রচারণায় কেউ পিছিয়ে নেই। কে হবেন এই ওয়ার্ডের কাউন্সিলর, দুই ভাইয়ের কেউ একজন, নাকি অন্য কেউ তা দেখার অপেক্ষায় ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রার্থী মো. জয়নাল আবেদীন জুয়েল জানান, ছোট ভাই সোহেলকে বলেছিলাম প্রার্থী না হতে। সে পরিচিতির জন্য আমার সঙ্গে একই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াই করছে। দুই ভাইয়ের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

সর্বশেষ খবর