মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রূপগঞ্জে দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে অগঠনতান্ত্রিকভাবে দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলার ছাত্রলীগ নেতারা। গতকাল কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় তারা এ কর্মসূচি পালন করে।

ইছাখালী মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসম্পাদক ফাহিম, কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি আশফাকুল ইসলাম তুষার, ছাত্রলীগ নেতা রাসেল মিয়া, মোস্তফা প্রমুখ। বক্তরা বলেন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জেমিনকে অগঠনতান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়েছে।

 কায়েতপাড়া ছাত্রলীগের সহসভাপতি আশফাফুল ইসলাম তুষার বলেন, সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে তাকে এবং কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ভূঁইয়া জেমিনকে বহিষ্কার করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা ছাত্রলীগের বহিষ্কারের কোনো এখতিয়ার নেই। গঠনতন্ত্রের নিয়মানুসারে কেবল কেন্দ্রীয় কমিটি স্থায়ী বহিষ্কারের ক্ষমতা রাখে।

সর্বশেষ খবর