শিরোনাম
বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিশু অপহরণ ও হত্যা মামলায় যাবজ্জীবন ২

টাঙ্গাইল প্রতিনিধি

শিশু অপহরণ ও হত্যা মামলায় দুজনকে আমৃত্যু এবং দুজনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন গতকাল এ রায় ঘোষণা করেন। আমৃত্যু দন্ড পাওয়া ব্যক্তিরা হলেন- ঘাটাইল উপজেলার রামপুর এলাকার শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন ও গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার হিরালাল আর্যর ছেলে গৌতম চন্দ্র আর্য। অপর দুই আসামিকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনায় ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়।

 তারা হলেন- ঘাটাইল উপজেলার নিয়ামতপুর কাজিপুর এলাকার আবদুল হালিমের ছেলে হাসান আলী (১৭) ও ভূঞাপুর উপজেলার রুহুলী পশ্চিম পাড়ার ফজলুল হকের ছেলে সোহেল (১৭)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহানশাহ মিন্টু জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতি মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর মাটিকাটা প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে দন্ডিত আসামিরা সয়নকে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণের টাকা না পেয়ে সয়নকে হত্যা করে তারা। আসামি পক্ষের আইনজীবী শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।

সর্বশেষ খবর