বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইছামতী নদীতে ফসলের চাষ

দিনাজপুর প্রতিনিধি

ইছামতী নদীতে ফসলের চাষ

শুষ্ক মৌসুমে নদীর বুকে চলছে ধান চাষ। আবার কোথাও চলছে বীজতলা নয়তো অন্য ফসল চাষের জমি প্রস্তুতকরণ। এই অবস্থা দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামার ওপর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর বুকের বর্তমান চিত্র। নদীর কোথাও পানি আছে আবার কোথাও নেই। কোথাও খাল নয়তো ডাঙ্গা। কালের বিবর্তনে ও নদী সংস্কারের অভাবে চিরিরবন্দরের ওপর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর বুকে বিভিন্ন স্থানে চলছে ধানসহ বিভিন্ন ফসলের চাষ। এতে প্রবাহের গতিপথের প্রস্থ কমে গেছে বিভিন্ন জায়গায়। পানি না থাকায় প্রবাহিত নদীর বিভিন্ন স্থানে চলছে ধান, ইরিবোরো ধানের বীজতলা, ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ। শুষ্ক মৌসুমের আগেই নদী শুকিয়ে যাওয়ার ফলে হারিয়ে যাচ্ছে অধিকাংশ প্রজাতির মাছ ও জলজ প্রাণী। কখনো নদীর অস্থিতই সংকটে পড়ে। আবার নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষাকালে দেখা দেয় কখনো বন্যা।

চিরিরবন্দরের নশরতপুর গ্রামের আলী আহমেদ জানান, তৎকালীন জমিদাররা তাদের জামিদারি তদারককালে অত্রাঞ্চলের মানুষের নদীপথে চলাচলের সুবিধার্থে ইছামতী নদী দিয়ে যাতায়াত করত। এলাকার প্রজাদের যাতায়াতের সুবিধার জন্য এ নদীটি খনন করা হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে নদীপথের গুরুত্ব কমার পাশাপাশি পলিমাটি জমে প্রায় সমতলে পরিণত হয়েছে। বর্ষার সময়ে দেখা যায় নদীর চেহারা এবং শুষ্ক  মৌসুমে নদী জায়গায় শুকিয়ে গেলে ধানসহ হয় বিভিন্ন ফসলের চাষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর