বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের প্রতিবাদ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভাটি কাপাসিয়া-২ আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন ও নদী ভাঙনকবলিত পরিবারের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, আল শাহাদাৎ জামান জিকো, জামিউল ইসলাম, সাজু মিয়াসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনে  মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে সরকার আশ্রয়ণ প্রকল্প চালু করেছে। এরই ধারাবাহিকতায় কাপাসিয়া ইউনিয়নের ১০০ পরিবারের জন্য ভাটি কাপাসিয়া-২ নামক আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। প্রকল্প নির্মিত হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নদী ভাঙনকবলিত পরিবার, প্রকৃত ভূমিহীন ও বাস্তুহারা মানুষের মাঝে বণ্টনের নিয়ম থাকলেও উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজ আত্মীয়-স্বজনদের মাঝে বরাদ্দ দিয়েছেন। এতে প্রকৃত নদীভাঙা অসহায় চরাঞ্চলের ছিন্নমূল মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা বলেন, ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে নদীভাঙা অসহায় মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের পুনঃতদন্তসহ তাদের মাঝে ঘর বরাদ্দের দাবি করে।

জানিয়ে অভিযোগ করেন।

 এর পরিপ্রেক্ষিতে একবার সহকারী কমিশনার (ভূমি) আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে অনিয়ম পেয়েও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে প্রকৃত প্রাপকদের মাঝে ঘর বরাদ্দ দেওয়ার আশা দিয়েও রক্ষা করেননি। এ কারণে তারা মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেছেন।

সর্বশেষ খবর