বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফরিদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ইচ্ছামতো ফি আদায়!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইচ্ছামতো ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ কাজে শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা জড়িত বলে জানা গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল। জানা যায়, সদরপুরের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা মনমতো ফি নির্ধারণ করেছেন। এ ছাড়া উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন শ্রেণিতে নতুন ভর্তি বাবদ অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফি নির্ধারণ নিয়ে সরকারি নির্দেশনায় বলা হয়েছে, কোনো অভিভাবক আর্থিক সংকটে পতিত হলে তার সন্তানের টিউশন ফির বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন।

সর্বশেষ খবর