শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

হাইব্রিড ধান চাষে অনিয়ম!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হাইব্রিড ধান চাষে অনিয়ম!

হাইব্রিড ধান চাষের ব্লক প্রদর্শনীতে বীজতলা -বাংলাদেশ প্রতিদিন

কসবায় কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক সমলয়ে হাইব্রিড ধান চাষের ব্লক প্রদর্শনীতে বীজতলা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ,  কৃষি মন্ত্রণালয় কর্তৃক দেশের ৬৪টি জেলায় ৫০ একর করে জমিতে অধিক ফলনশীল সুবর্ণ-৩ হাইব্রিড বোরো ধান চাষ করতে সমলয়ে ব্লক প্রদর্শনীর আয়োজন করে। প্রতি জেলায় ব্লক প্রদর্শনীর ব্যয় ধরা হয় প্রায় ১৪ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ব্লক প্রদর্শনীর এলাকা নির্ধারণ করে কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়। এতে ৫০ একর জমির জন্য বীজতলা তৈরি করতে সাড়ে চার হাজার ট্রেতে চারা করার জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়। সঠিক এবং ভালো চারা পেতে ১০০ টাকা মূল্যমানের সাড়ে ৪ হাজার ট্রেতে বীজ রোপণের কথা বলা হয়। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম সরকারি নির্দেশনা অমান্য করে নিম্নমানের ২৫০০ ট্রেতে বীজতলা তৈরি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রবিউল হক মজুমদারের নির্দেশে তিনি কম ট্রেতে বীজ রোপণসহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছেন।

 ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, সমলয় হাইব্রিড চাষ প্রকল্পে নিয়ম বহির্ভূত কোনো নির্দেশনা উপজেলা কৃষি কর্মকর্তাকে দেওয়া হয়নি। অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর