শিরোনাম
রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পায়ের ঘষায় উঠছে সড়কের পিচ

বেনাপোল প্রতিনিধি

পায়ের ঘষায় উঠছে সড়কের পিচ

বেনাপোলে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পায়ের ঘষায় ওঠে যাচ্ছে পিচ -বাংলাদেশ প্রতিদিন

বেনাপোল পৌরসভার দুর্গাপুরে পায়ের ঘষায় উঠে যাচ্ছে সড়কের পিচ। ফলে দুর্গাপুর গ্রাম থেকে সীমান্তের চেকপোস্ট পর্যন্ত দুই কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে  পিচ।   নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে বেহল অবস্থা সড়টির। এমন অভিযোগ এলাকবাসীর। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির নির্মাণকাজ শুরু হয় ১২ জানুয়ারি। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। নিম্নমানের ইট, খোয়া, বালু, পাথর, পিচ এমনকি পোড়া মোবিল ব্যবহার করে ইতিমধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু পৌরসভার এ সড়কের নির্মাণকাজ করছেন। অনিয়ম করে নিজেই বিল সাবমিট করে কোটি কোটি টাকার সম্পদ করেছেন বলে অভিযোগ গ্রামবাসীর।

বেনাপোল পৌর এলাকার বাসিন্দা আকবর হোসেন বলেন, শুধু এ সড়কটি নয়। বেনাপোল পৌরসভার নয়টি ওয়ার্ডে রাস্তা, সড়ক, ড্রেন, কালভার্ট ও ফুটপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কোটি কোটি টাকা তসরুপ করছে বেনাপোল পৌরসভার কতিপয় কর্মকতা ও কর্মচারী। সড়কটিতে পিচের বদলে পোড়া মোবিল ব্যবহার করায় পা দিয়ে ঘষা দিলেই পিচ উঠে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, দুই কিলোমিটার এ সড়কটি নির্মাণে নিয়ম মেনেই কাজ করা হয়েছে। ১১ কোটি টাকার সড়কটি প্যাকেজ আকারে করা হচ্ছে। তবে আপনি অফিসে আসেন, বসে কথা বলা যাবে।

সর্বশেষ খবর