রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ইউনিয়ন পরিষদ নির্বাচন

ধামরাইয়ে নৌকা পেতে মাঠে শতাধিক প্রার্থী কদর বাড়ছে কর্মীদের

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মাঠঘাট চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। নৌকার টিকিট পেতে ১৬টি ইউনিয়নের প্রায় শতাধিক প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। অথচ কবে হবে ধামরাইয়ের ইউনিয়ন পরিষদের নির্বাচন তা এখনো সঠিকভাবে কেউ জানেন না।

জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরা নিজ বলয়ের কর্মী সমর্থকদের নিয়ে ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। এতে সাধারণ কর্মীদের কদর বেড়েছে। আবার এক গ্রাম থেকে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে মরিয়া হওয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসী। গ্রামে গ্রামে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুন, বিল বোর্ডে ছেয়ে গেছে অলিগলি। দেখলে মনে হয় কয়েকদিন পরেই নির্বাচন।

 জানা যায়, ধামরাইয়ের ১৬টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানদের চেয়ার দখল নিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সম্ভাব্য প্রার্থীরা। তুলে ধরছেন তাদের নানা দোষ। প্রফেসর ও স্থানীয় যুবলীগসহ অনেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। আবার এক গ্রাম থেকে একাধিক প্রার্থীও চাচ্ছেন নৌকার মনোনয়ন। অনেকে ভোটারদের মন জয় করতে নিজ অর্থে এলাকার উন্নয়ন করছেন। অনেকে আবার ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। ধামরাই পৌর আওয়ামী লীগ নেতারাও ইউপি নির্বাচনে একাধিক ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ আসার কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর