রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দখল দূষণে বগুড়ার ইরামতি নদী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দখল দূষণে বগুড়ার ইরামতি নদী

দখল ও দূষণে খালে পরিণত হয়েছে বগুড়ার ‘ইরামতি’ নদী। এ নদীর নামটি শুনতে সুন্দর হলেও রূপের কোনো সৌন্দর্য নেই। শহুরে বর্জ্য ব্যবস্থাপনার কারণে ইরামতি নদীর পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। কচুরিপানায় ভরে যাওয়ায় মশা বাসা বেঁধেছে। বগুড়ার আদমদিঘি উপজেলা ও সান্তাহার পৌরসভার বশিপুর, পৌঁওতা এবং তিয়রপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ ও বিড়ম্বনার সৃষ্টি করেছে ইরামতি নদী। এ ছাড়া দূষিত পানির দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বগুড়ার নদ নদী ইতিহাস থেকে জানা যায়, জেলার দুপচাঁচিয়া উপজেলা সীমানায় এবং আদমদিঘি উপজেলার কাছাকাছি রায়কালি, পানোগাছা ও ইসলামপুরের মধ্যস্থ বিলের তিন দিক থেকে বেরিয়ে আসা জলের ধারা থেকে নদী ইরামতির সৃষ্টি হয়েছে। উৎপত্তিস্থল থেকে নদীটি ১০ মাইল দীর্ঘ। কালক্রমে ইরামতি নদীর দুই তীর দখল ও দূষণের কবলে এখন খালে পরিণত হয়েছে। ইরামতি নদীটি এখন স্থানীয় এলাকার মানব জীবনের সম্পদে পরিণত না হয়ে বরং কাল হয়ে দাঁড়িয়েছে। নদীটি বর্তমানে বদ্ধ জলাধারে রূপ নিয়েছে। জমেছে প্রচুর কচুরিপানা। কলকারখানার পানিতে নদীর পানি মারাত্মক দূষণে পানি কালো রং ধারণ করেছে। পচা পানির দুর্গন্ধে পার্শ্ববর্তী তিন এলাকার মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। এ ছাড়া  বিলের মাছসহ জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। এসব কারণে বিলের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। একসময় ইরামতি নদীর পানিতে এলাকার কৃষিকাজ ও জলাবদ্ধতা দূর হতো। বর্ষাকালে ইরামতি নদীর পানিতে অপরূপ প্রকৃতিতে সাজতো। আদমদিঘি উপজেলার রক্তদহ বিলপাড়ের দমদমা গ্রামের বাসিন্দা সাগর খান জানান, বহুবার পরিবেশ অধিদফতরে অভিযোগ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।

এভাবে চললে ইরামতি নদী এবং রক্তদহ বিলের মাছসহ জলজ প্রাণী শূন্য হয়ে পড়বে। আদমদিঘি উপজেলার সান্তাহার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, নদীর বিষয়ে পৌর কর্তৃপক্ষ যেন নীরব দর্শক। নিয়মিত রক্ষনা-বেক্ষন না করায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র উদ্যোগের অভাবে ইরামতি নদীটি আজ পৌরবাসীর গলার কাঁটা হয়ে আছে। অথচ নদীটি দৃষ্টিনন্দন করা সম্ভব। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নদীর জলাবদ্ধতা নিরসন ও পচা পানির দুর্গন্ধ ছড়ানো রোধের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে খালটি সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে।

সর্বশেষ খবর