রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পোশাককর্মীকে গাড়িচাপায় হত্যার সাত মাস পর চালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাড়িচাপায় পোশাককর্মী এক নারীকে হত্যায় ওই গাড়ির চালককে শনাক্ত ও গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় সাত মাস পর চালককে শনাক্ত করে হত্যারহস্য উন্মোচন করল পিবিআই। গতকাল গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানান। ওই চালকের নাম মোস্তাক মিয়া (৪৩)। তিনি নেত্রকোনা সদর উপজেলার নিউটাউন বিলপাড় সাতপাই এলাকার মৃত আবদুল হাইয়ের ছেলে। পিবিআইর পুলিশ সুপার জানান, ৩০ জুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকার ইন্টারস্টপ পোশাক কারখানার সামনে ওই কারখানার কর্মী পারভীন বেগমকে (৪৫) ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস     ধাক্কা চাপা দেয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ননদ মোর্শেদা বেগম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে গাছা থানায় মামলা করেন।

সর্বশেষ খবর