সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আট জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

আট জেলা সড়কে ঝরল ১৩ প্রাণ এর মধ্যে শেরপুরে গতকাল ট্রাক ও সিএনজি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত ও  শিশুসহ দুজন আহত হয়েছেন। এ ছাড়া মাদারীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, বান্দরবান, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- শেরপুর : সকাল পৌনে ৯টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। মাদারীপুর : দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় বিদ্যুতের খুঁটি ভর্তি ট্রলি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার রঞ্জু হোসেন (৪০) ও মোতালেব মিয়া (৫৫)। চট্টগ্রাম : নগরীতে ট্রাকচাপায় ইমতিয়াজুল ইসলাম নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন ওই এলাকার ফজল মেম্বার বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলায় রামপুর এলাকায় গতকাল সকালে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে জহিরুল মোল্লা (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত জহির বিজয়নগর উপজেলার কেনা গ্রামের বেনু মিয়ার ছেলে। লক্ষ্মীপুর : রায়পুর উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল সকালে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চরপাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর : শাহরাস্তীতে যাত্রীবাহী পদ্মা এক্সপ্রেস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান : সদর উপজেলার বড়ুয়ারটেক এলাকায় শনিবার রাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নয়ন বড়ুয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নয়ন বান্দরবানের ৫ নম্বর ওয়ার্ডের সুনীল বড়ুয়ার ছেলে।

সর্বশেষ খবর