সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ঘর-দোকান পেল ভ্যানচালক শিশু শম্পার পরিবার

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ভ্যানচালক শিশু শম্পা ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার একটি থাকার ঘর ও দোকান উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার নাকাটি গ্রামে শিশু শম্পার পরিবারের বসবাসের জন্য একটি পাকা ঘর ও একটি দোকান উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ভ্যান চালিয়ে শিশু শম্পা তার বাবার চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণ করছে- বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এই পরিবারের সব দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পরিবারটির জন্য একটি পাকা ঘর, দোকান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিশু শম্পার লেখাপড়া ও দুর্ঘটনায় আহত তার বাবার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, তার চিকিৎসা এখনো চলছে। পরিবারটির জীবিকা নির্বাহের জন্য একটি দোকান করে দেওয়া হয়েছে। এ ছাড়াও নিয়মিতভাবে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে শম্পার মা নেবুজা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

ঘর ও দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম প্রমুখ।  

সর্বশেষ খবর