সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভরা মৌসুমেও দ্বিগুণ সবজির দাম

বিশ্বনাথ প্রতিনিধি

সবজির ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। সিলেটের বিশ্বনাথ উপজেলায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে নানা জাতের  মৌসুমি সবজি। নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।  বাড়তি দামের কারণ হিসেবে করোনার প্রাদুর্ভাব, বৃষ্টি, বন্যা ও কুয়াশাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।  বাজার ঘুরে দেখা গেছে, পার্শ¦বর্তী বাজারে যে সবজি (ফুলকপি) বিক্রি হচ্ছে ৩০ টাকায়, তা বিশ্বনাথ বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।  বিশ্বনাথ পুরানবাজার ও নতুনবাজারে ভিন্ন-ভিন্ন দামে বিক্রি হচ্ছে একই সবজি। বিক্রেতারা ইচ্ছেমতো হাঁকছেন দাম। দেখা যায়, নতুন বাজারে ফুলকপি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায় আর পুরান বাজারে একটি সবজি বিক্রি হচ্ছে ২০ টাকায়। একইভাবে বাঁধাকপি ৩০-২০ টাকায়, কাঁচা মরিচ ৮০ থেকে ১২০ টাকায়, টমেটো ২৫-৩০ টাকায়, আলু ১৮-২০, শিম ১৫-২০, শসা ২০-২৫, ধনিয়া ৪০-৪৫ টাকায়, লাউ ১৫-২০, বেগুন ৩০-৩৫ ও শিমের বিচি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।  বিক্রেতারা জানান, অধিক দামে ক্রয় ও যানবাহন খরচের কারণে সামান্য লাভে আমরা সবজি বিক্রি করছি।

সর্বশেষ খবর