সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় ওসিসহ আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি

মির্জাপুর পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের আম্মাতুন্নেছা কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক গ্রামবাসীর নামে মামলা দায়ের করেছেন মির্জাপুর থানা পুলিশ। ওই হামলায় মির্জাপুর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীদের সমর্থকরা ওই এলাকার সওদাগরপাড়ার চাররাস্তার মোড়ে রাস্তায় গাছ ফেলে বেরিকেড সৃষ্টি করে। পুলিশ বেরিকেড সরাতে গেলে পরাজিত প্রার্থীদের সমর্থকরা পুলিশকে লক্ষ্য  করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু, এসআই আজিম খান, গাড়িচালক কনস্টেবল হেলাল মিয়া, কনস্টেবল মাহমুদুল ও মোশারফ হোসেন আহত হন। এদের মধ্যে কনস্টেবল মোশারফের পা ভেঙে গেছে বলে পুলিশ জানিয়েছেন। এ ছাড়া উত্তেজিত সমর্থকরা ওসির গাড়িও ভাঙচুর করে। এ সময় পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। আহত পুলিশ সদস্যরা মির্জাপুর কুমুদিনী  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, হামলাকারীরা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেছে। হামলাকারীদের মধ্যে দুই পরাজিত প্রার্থীসহ ২৫ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক গ্রামবাসীর নামে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর