সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

আটিটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

কুমিল্লার লালমাই উপজেলার আটিটি গ্রামে ‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অর্থায়নে আটিটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গতকাল ফিতা কেটে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান, জমিদাতা মো. আলী হোসেন প্রমুখ।

-লালমাই প্রতিনিধি

২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

গাজীপুরের টঙ্গীতে ২৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো, কুমিল্লার কোতোয়ালি থানার চাঁনপুর বউ বাজার এলাকার আশিক ও জাবেদ আলী। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র‌্যাব- ২ এর কোম্পানি অধিনায়ক মেজর শেখ মো. নাজমুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান চালায়। পরে গাড়ি থেকে ২৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। -টঙ্গী প্রতিনিধি

চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়কালে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়। গতকাল বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। গ্রেফতাররা হলেন-আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আজিম হোসেন। র‌্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছিল। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর