সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়কে ঝরল পাঁচ প্রাণ

গতকাল সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, লালমনিরহাট ও দিনাজপুর পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় গতকাল ঢালাই মিকশ্চার মেশিন ও অটো ভ্যানের সংঘর্ষে আবদুল খালেক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ শ্রমিক। আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খালেক উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের মৃত কানু প্রামাণিকের ছেলে।

কুড়িগ্রাম : গতকাল বিকালে রৌমারী বাজারে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত ও চালক আহত হয়েছেন। নিহত নূরজাহান বেগম (৩৫) রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের নুর ইসলামের মেয়ে। মেহেরপুর : মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারে গতকাল রাস্তা পারাপারের সময় শ্যালো মেশিনচালিত যানের ধাক্কায় নূর (২) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত নূর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের রুবেল হোসেনের ছেলে। লালমনিরহাট : হাতীবান্ধায় স্বামীর পেনশনের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন। গতকাল বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার শস্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের কৃষি ব্যাংক কর্মচারী মৃত আবদুল সামাদের স্ত্রী।

দিনাজপুর : এইচএসসির ফল নিয়ে বাড়ি ফেরার পথে শনিবার বীরগঞ্জের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় নিত্য রায় (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন দক্ষিণ নিজপাড়ার তারনি রায়ের ছেলে এবং বীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র।

সর্বশেষ খবর