সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুর্ভোগে ঠাকুরগাঁও পৌরবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি

উন্নয়নের ছোঁয়া লাগেনি ঠাকুরগাঁও পৌর এলাকায়। উল্টো বেড়েছে দুর্ভোগ, বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ জেলার পৌরশহরের বেশির ভাগ রাস্তাঘাট, কালভার্ট ভেঙে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। নর্দমায় জমে থাকা পচা পানির দুর্গন্ধে সয়লাব অনেক এলাকা। সামান্য বৃষ্টিতে উপচে পড়া পানি পথচারীদের দুর্ভোগ ও বিড়ম্বনার অন্যতম কারণ। অধিকাংশ রাস্তায় বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পরই সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ। অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। সংস্কার হয়নি পৌরভবনসহ পৌরসভা-নিয়ন্ত্রিত হাটবাজার, বাসটার্মিনালেরও। এলাকার বাসিন্দারা জানান, গত পাঁচ বছরে পৌরবাসীকে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়েছে। আমরা নিয়মিত পৌরকরসহ ট্যাক্স-ভ্যাট পরিশোধ করার পরও কোনোরকম সুযোগ-সুবিধা পাইনি। আবারও চতুর্থ ধাপে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার হয়তো সাধারণ ভোটাররা ভুল করবে না। উন্নয়নের জন্য যাকে ভোট প্রদানের দরকার তাকেই নির্বাচন করবে পৌরবাসী।

সর্বশেষ খবর