সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শৈলকুপায় আবাসন প্রকল্পে আগুনে পুড়েছে ১০ বসতঘর

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপা উপজেলায় ভূমিহীনদের আবাসন প্রকল্পে আগুনে ৮টি পরিবারের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া এলাকায়। চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

দমকল বাহিনী সূত্রে জানা যায়, সকালে চুলার আগুন থেকে উপজেলার ঝাউদিয়া ভূমিহীনদের আবাসনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছালেহা, শরিফুল, সালাম শেখ, হানেফ, সিরাজ উদ্দিন, সাথীসহ আট পরিবারের ১০টি ঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পৌর এলাকার ঝাউদিয়া আবাসনে গতকাল সকালে আগুনে ভূমিহীনদের ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে।

সর্বশেষ খবর