মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সার্ভার জটিলতায় উপবৃত্তি বঞ্চিত দেড় হাজার শিক্ষার্থী

ফারুক আল শারাহ, লাকসাম

সার্ভার জটিলতায় উপবৃত্তি বঞ্চিত দেড় হাজার শিক্ষার্থী

কুমিল্লার মনোহরগঞ্জে নির্ধারিত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করতে না পারায় উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছে ১০৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিশু শিক্ষার্থী। সার্ভার জটিলতায় বিভিন্ন ইউপিতে জন্ম নিবন্ধন কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ছিল প্রাথমিকের উপবৃত্তি তালিকা জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নির্দিষ্ট সময় শেষেও শিশুদের জন্ম নিবন্ধন সম্পন্ন না হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম দফায় ১৭ জানুয়ারি, দ্বিতীয় দফায় ২৫ জানুয়ারি ও তৃতীয় দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত তিন দফায় সময় বৃদ্ধি করে। তাতেও কাজ হয়নি। জন্মনিবন্ধন করতে না পারায় উপবৃত্তি বঞ্চিত হলো এ উপজেলার ১ হাজার ৪৯০ শিশু শিক্ষার্থী। এতে উপবৃত্তি বঞ্চিত শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  একাধিক অভিভাবক জানায়, উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় পদে পদে ভোগান্তির শিকার হতে হয়েছে। শিশুর জন্ম নিবন্ধন করতে গিয়ে সার্ভার সমস্যার কারণে সময়মতো নিবন্ধন করা যাচ্ছে না। উপজেলার দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, ওই বিদ্যালয়ে ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন উপবৃত্তির তালিকাভুক্ত হয়েছে। ইউনিয়ন পরিষদে সার্ভার জটিলতায় জন্ম নিবন্ধন করতে না পারায় বাকি ৫০ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। এমন সমস্যায় পড়ছে উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা অহিদুর রহমান প্রায় তিন মাস ধরে সার্ভার ধীরগতিতে কাজ করায় সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে জানিয়ে বলেন, সার্ভার আইডি ওপেন করতেই এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। সারা দিনে মাত্র ১/২টা নিবন্ধনের কাজ করা যায়। দিনে সার্ভার না থাকায় গ্রাহক সেবা দিতে রাত জেগে কাজ করার কথাও জানান তিনি। মনোহরগঞ্জের ইউএনও সোহেল রানা জানান, নতুন সার্ভার চালু হওয়ায় সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান তিনি।

সর্বশেষ খবর