মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুন্দরবনে চলছে হরিণ শিকারের মহোৎসব

বাগেরহাট প্রতিনিধি

পূর্ব সুন্দরবন বিভাগে চলছে হরিণ শিকারের মহোৎসব। গত শনিবার রাতে মোংলার দিগরাজ বাজার এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ তিন চোরা শিকারিকে আটক করেন। পরে আবারও হরিণের মাংসসহ এক পাচারকারী আটক হয়েছে। গত রবিবার রাতে বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের ওপর থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল নামের এক পাচারকারীকে আটক করেছেন বনরক্ষীরা। মিলনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার স্টেশনের ও দাসের ভাড়ানী টহল ফাঁড়ির বনরক্ষীরা দুদিক দিয়ে অভিযান চালান। বনরক্ষীদের দেখতে পেয়ে পাচারকারী মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। এ সময় মিলনের কাছ থেকে ব্যাগভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। মিলন জানান, গত শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও তানজের বয়াতী, বগী গ্রামের মৎস্য ব্যবসায়ী চান্দুর ট্রলারে কটকা এলাকায় যান। সেখান থেকে তারা হরিণ শিকার করে জেলে নৌকায় তার কাছে বিক্রির জন্য পাঠান।

সর্বশেষ খবর