মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নদীর চরে মিষ্টি আলুর চাষ

বাবুল আখতার রানা, নওগাঁ

নদীর চরে মিষ্টি আলুর চাষ

নওগাঁর বদলগাছীতে মিষ্টি আলু আবাদে সফলতার মুখ দেখছেন অর্ধশত কৃষক। এ জেলা ও উপজেলার বিভিন্ন গ্রামে এবং নদীর তীরের জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন তারা। জেলা কৃষি অফিস থেকে বাড়ির আনাচে-কানাচে ও পতিত জমিতে উন্নতজাতের মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষক নুর ইসলাম, আবুল কালাম ও আবদুল জলিল বলেন, নদীর চরের জমিতে আগে অন্য ফসলের আবাদ করতেন। কিন্তু কাক্সিক্ষত ফলন পেতেন না। এ বছর কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষি অফিস থেকে মিষ্টি আলুর বীজ সংগ্রহ করে আবাদ করছেন। তিনি আশাবাদী- জমি থেকে প্রায় ৫০০-৫৫০ মণের মতো আলু পাবেন। যেখানে প্রায় আড়াই লাখ টাকার মতো বিক্রি হবে। মিষ্টি আলু রোপণের আগে জমি প্রস্তুত করতে পাওয়ার টিলার দিয়ে তিনটি চাষ করেছেন। এরপর জৈব সার, জিপসাম সার, ইউরিয়া, জিংক ও পটাশ দেওয়া হয়। যেখানে গোবর ৪০ মণ, জিপসাম সার ৩৫ কেজি, জৈব সার ৪০ কেজি দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর