শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবৈধ বালু উত্তোলনে ভাঙনের হুমকিতে সেতু বসতবাড়ি

গাইবান্ধা প্রতিনিধি

অবৈধ বালু উত্তোলনে ভাঙনের হুমকিতে সেতু বসতবাড়ি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে ঘাঘট ব্রিজ ও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সদ্য নির্মিত সাতটি বাড়িসহ ফসলি জমি।  সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ বলেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গাইবান্ধা সড়ক ও জনপদের (সওজ) সাব ডিভিশনাল প্রকৌশলী আফজালুল হক জানান, বিষয়টি তাদের জানা নেই। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে দেখা যায়, ঘাঘট ব্রিজ থেকে ৩০০ গজ দক্ষিণে এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সদ্যনির্মিত বাড়ির ২০০ গজ পূর্বে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। উত্তোলন করা বালু পাইপ দিয়ে সাদুল্যাপুর থানা এলাকার এক পুকুর ভরাট করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে নদীর পূর্ব পাড়ে বিশাল এলাকা ধসে খাদের সৃষ্টি হয়েছে। উপজেলার খামারবাগচি গ্রামের কালাম মিয়া বলেন, অভাবের সংসারে পাকা বাড়ি বানানোর কথা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাস্তবে ধরা দিলেও শেষ পর্যন্ত বুঝি তা নদীগর্ভে যায়। গ্রামের মাছ ব্যবসায়ী কোরবান মিয়া বলেন, শুধু ব্রিজ আর সাতটি বাড়িই নয় খামারবাগচি ও পুরালক্ষ্মীপুর গ্রাম দুটিও এখন হুমকির মুখে।

সর্বশেষ খবর