শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিম্নমানের ইট দিয়ে রাস্তা কাজ বন্ধ করল গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি

নিম্নমানের ইট দিয়ে রাস্তা কাজ বন্ধ করল গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৭০০ ফিট হেরিংবোন রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী। ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার এই সড়কে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপির আওতায় হেরিংবোন কাজের টেন্ডার দেওয়া হয়। গতকাল ঠিকাদারের শ্রমিকরা এক নম্বর ইট দেওয়ার কথা থাকলেও তিন নম্বর ইট দিয়ে কাজ শুরু করেন। বিষয়টি টের পেয়ে ফতেপুর গ্রামের যুবসমাজ নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেন। নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ করায় ঠিকাদার ও তার লোকজন গ্রামের কয়েক যুবককে মারধর করে বলে জানা গেছে। স্থানীয় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান জানান, রনি নামে এক ব্যক্তিকে এই রাস্তার কাজের টেন্ডার দেওয়া হয়েছে। ইট কেনার সময় ভাটার লোকেরা রাস্তার কাজ শুনে প্রতারণার মাধ্যমে তিন নম্বর ইট ঢুকিয়ে দিয়েছে। এই ইট দিয়েই কাজ শুরু করা হয়েছিল। আমি রনিকে নিষেধ করে দিয়েছি এই ধরনের ইট দিয়ে আর কাজ করা যাবে না। এলাকাবাসীকে মারধর করার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

সর্বশেষ খবর