শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতুই ৫০ গ্রামের মানুষের ভরসা

দিনাজপুর প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতুই ৫০ গ্রামের মানুষের ভরসা

দিনাজপুরের নবাবগঞ্জের সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার সংযোগস্থলে দারিয়া গ্রামের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছেন ৫০ গ্রামের মানুষ। সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের দাবি সেতুটি ভেঙে নতুন করে নির্মাণের। দীর্ঘদিন ধরে ৫০ গ্রামের লোকজন এই দাবি জানিয়ে আসলেও প্রতিকার পাননি। স্থানীয়রা জানান, ১৯৬৭-৬৮ অর্থবছরে তৎকালীন ইউপি চেয়ারম্যান মরহুম সলিমুদ্দিন সেতুটি নির্মাণ করেন। দীর্ঘদিনেও সংস্কার বা মেরামত না করায় সেতুর বিভিন্ন স্থানে সিমেন্ট বালি খুলে পড়ে, রড বের হয়ে গেছে। একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। রংপুরের পীরগঞ্জ উপজেলার সঙ্গে সংযোগস্থল হিসেবে দারিয়া সেতুর রয়েছে আলাদা গুরুত্ব। গ্রামবাসীর দাবি, বর্ষা মৌসুম আসছে। এর আগেই সেতুটি নির্মাণ করা না হলে এলাকাবাসী সেতুর সুবিধা থেকে বঞ্চিত হবেন। নবাবগঞ্জের মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা জানান, সেতুটি নির্মাণের জন্য এলজিইডির দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর